November 1, 2025
টিভি-ও-সিনেমা দেশ

প্রয়াত অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক

মুম্বই, ৯ মার্চ: আজ বৃহস্পতিবার প্রয়াত হলেন পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিক। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

জানা গিয়েছে, দিল্লিতে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন সতীশ। গাড়ির চালক সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেন অভিনেতা অনুপম খের ও কঙ্গনা রানাওয়াত। ট্যুইটে অনুপম খের লেখেন, ‘৪৫ বছরের বন্ধুত্বে আচমকা ছেদ পড়ে গেল।’

প্রসঙ্গত ১৯৫৬ সালের ১৩ এপ্রিল পূর্ব পাঞ্জাবে জন্মগ্রহণ করেন সতীশ কৌশিক। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি হল ‘জানে ভি দো ইয়ারো’, ‘মি. ইন্ডিয়া’, ‘ উড়তা পাঞ্জাব’, ‘ দিওয়ানা মাস্তানা’, ‘ছালাং’। সতীশ ছবি পরিচালনার কাজ শুরু করেন ১৯৯৩ সালে। তাঁর পরিচালিত অন্যতম ছবিগুলি হল ‘তেরে নাম’, ‘রূপ কি রানি চোরো কা রাজা’, ‘মুঝে কুছ ক্যাহনা হ্যায়’, ‘হম আপকে দিল মে রেহতে হ্যা’।

Related posts

Leave a Comment