নতুন দিল্লি, ৩১ মে: প্রেমিকাকে খুনের জন্য হরিদ্বার থেকে ছুরি কিনেছিল সাহিল। সেই ছুরি দিয়ে দিল্লির রাস্তায় প্রেমিকাকে খুন করে। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে, খুনের পর বেশ কিছুক্ষণ ঘটনাস্থলের আশেপাশে ঘোরাঘুরি করে। এরপর একটি পার্কে বসে বিশ্রাম নেয়।
previous post
next post