ঘাটাল, ৫ নভেম্বর: প্রেমিককে ডেকে এনে স্কুলের মধ্যেই প্রকাশ্যে চুম্বন। বিষয়টি জানাজানি হতেই ওই ছাত্রীকে স্কুলে আসতে নিষেধ করল কর্তৃপক্ষ। এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের একটি স্কুলে। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বহিরাগত এক প্রেমিক যুবককে স্কুলে ডাকে দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী। এরপর স্কুল চত্বরেই প্রকাশ্যে তাকে জড়িয়ে ধরে অনর্গল চুম্বন করতে দেখা যায়। বিষয়টি প্রথমে ওই স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরা দেখতে পায়। ছাত্রছাত্রীদের মাধ্যমে ঘটনাটি স্কুলের শিক্ষকদের কানে যায়। তখন স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রী ও তাঁর অভিভাবককে ডেকে তাঁদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।
previous post