সংবাদ কলকাতা: প্রায় ৪০ ঘণ্টা হতে চলল, কলকাতা মেডিক্যালে অচলাবস্থা অব্যাহত। পড়ুয়া ও নার্সদের বিক্ষোভের ফলে হাসপাতালেই আটকে রয়েছেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সার্জারি সহ একাধিক বিভাগের প্রধানরা। পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান রোগীর পরিজনরা। যদিও আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, পরিষেবায় কোনও প্রভাব পড়েনি।
ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজে ধুন্ধুমার। সোমবার দুপুর থেকে শুরু হয়েছে পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি। রাতভর ঘেরাও করে রাখা হয়েছে অধ্যক্ষ সহ অধ্যাপকদের।
কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস জানান, ৩০ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও আমাদের মোট ২৭ জনকে আটকে রেখে দিয়েছে। যারা আটকে আছে তাদের মধ্যে রয়েছেন নার্সিং সুপারিনটেন্ডেন্ট, আরআইও ডিরেক্টর এবং মহিলা চিকিৎসকও।
অন্যদিকে সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীরা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ রাজনৈতিকভাবে চাপে পড়ে ছাত্র সংসদের ভোট না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আমাদের দাবি মেনে কলেজ নির্বাচন করতে হবে। না হলে ঘেরাও চলবে।