সংবাদ কলকাতা: প্রায় পাঁচ বছর দীর্ঘ প্রতীক্ষার পর রবিবার নির্বিঘ্নে সম্পন্ন হল প্রাথমিকের টেট পরীক্ষা। পরীক্ষা দিয়ে খুশি পরীক্ষার্থীরা। এবার রেজাল্টের জন্য দিন গোনা শুরু হয়েছে। সে বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, আমার ৩০ বছরের শিক্ষা প্রশাসকের জীবনে এই প্রথম এত স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হতে দেখলাম। পরীক্ষার ফলও খুব শীঘ্রই প্রকাশ করা হবে এটা বলতে পারি। যত দ্রুত সম্ভব আদর্শ উত্তরপত্র প্রকাশ করা হবে। এবারের পরীক্ষার্থী ৬ লক্ষ ১৭ হাজার ৪৭৩ জন। তার মধ্যে ১০,৬০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন।
সভাপতি আরও বলেন, তিনি আসার আগে বোর্ডকে চার বার এক্সটেনশন দেয় সুপ্রিম কোর্ট। তা শর্তেও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। কিন্তু এবার স্বচ্ছতার সঙ্গে এবং নির্বিঘ্নে পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে। আশা করি, খুব শীঘ্রই ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এব্যাপারে তিনি পুরো কৃতিত্ব শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে দিয়েছেন।
previous post
next post