অভিজিৎ হাজরা, আমতা: ২০২৩ এর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন দুয়ারে কড়া নাড়া দিয়েছে।শাসক দল থেকে বিরোধী দলগুলি প্রচার ও মানুষের সঙ্গে জনসংযোগ করতে ব্যস্ত। নির্বাচনের প্রাক্কালে সারা রাজ্যের সঙ্গে হাওড়া জেলায় শুরু হয়েছে ‘ দুয়ারে সরকার ‘ শিবির। ৩০ শে নভেম্বর পর্যন্ত হাওড়া জেলার বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েতে জোর কদমে কাজ করছে ‘ দুয়ারে সরকার ‘। আগের বারের মতোই এবারও জনগণ কেন্দ্র ও রাজ্য সরকারের নানান উন্নয়নমূলক পরিষেবা ও সুযোগ -সুবিধা পাবেন।
হাওড়া গ্ৰামীণ জেলার আমতা ১ নং পঞ্চায়েত সমিতির অধীন ভান্ডারগাছা গ্ৰাম পঞ্চায়েতে ‘ দুয়ারে সরকার ‘ শিবির অনুষ্ঠিত হল। এই শিবির উৎসবের চেহারা নিয়েছিল। পুরুষ থেকে নারী, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শিবিরটিকে নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য পুরুষ সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি মহিলা সিভিক ভলান্টিয়ারদের মোতায়ন করা হয়েছিল।
এবারের ‘ দুয়ারে সরকার ‘ প্রকল্পে ২ টি নতুন বিষয় সংযোজন করা হয়েছে। অন্যান্য সমস্ত রকম প্রকল্পের পাশাপাশি বিদ্যুৎ অর্থাৎ বাড়িতে বৈদ্যুতিক লাইন সংক্রান্ত কোনও সমস্যা বা বৈদ্যুতিক সংযোগ নেবার জন্য, জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়, পাট্টা জমি দেওয়া -নেওয়ার পরিমাণ, আধার কার্ড সংক্রান্ত সমস্ত বিষয়গুলি সংযোজন করা হয়েছে।
এই শিবিরে উপস্থিত ছিলেন ভান্ডারগাছা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মিনা ঘুকু।
ভান্ডারগাছা গ্ৰাম পঞ্চায়েতে ‘দুয়ারে সরকার ‘ শিবির পরিদর্শন করেন আমতা ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। শিবির পরিদর্শন করে সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন, ‘সরকারি কোনও প্রকল্প থেকে কোনও মানুষ যারা সত্যিই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য, তারা যাতে কোনওভাবেই বঞ্চিত না হয় সে দিকে লক্ষ্য রেখে আমাদের যথাসাধ্য মানুষকে প্রকল্পে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়ে কাজ করছি। শিবিরে উপস্থিত আধিকারিকরা যথেষ্ট ধৈয্যের সাথে মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করছেন ‘ ।
previous post