লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে দল ছাড়লেন অভিনেত্রী তথা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গতকাল, ১০ মার্চ ব্রিগেডের সমাবেশে তিনি উপস্থিত ছিলেন। সেখানে প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকায় সভা শেষ হওয়ার আগেই তিনি বেড়িয়ে আসেন। তবে জানাগিয়েছে , তাঁর এই দল ছাড়ার বিষয়টি একান্ত ব্যক্তিগত কারণ। তারপরেই আজ, সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে সেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।তাতে তিনি লিখেছেন, ‘আমি গত ৩ বছর ধরে দলের সামগ্রিক রাজনৈতিক-প্রতিবাদী এবং উন্নয়ন কর্মসূচির সঙ্গে জড়িত ছিলাম। দলের সুনির্দিষ্ট আদর্শ অনুসরণ করে সমস্ত কর্মসূচিতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছি। এই পর্যায়ে, আমি দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি।’ সূত্রের খবর ,অভিনেত্রী বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু ওই আসনে তাঁর পরিবর্তে অরূপ চক্রবর্তীকে প্রার্থী করায় অসন্তুষ্ট ও ক্ষুব্ধ হয়ে দল ছাড়লেন অভিনেত্রী সায়ন্তিকা।
previous post