কলকাতা, ৬ সেপ্টেম্বর: টেট পরীক্ষায় ভুল প্রশ্ন। তার খেসারত কেন গুনবে পরীক্ষার্থীরা? সেজন্য গতকাল সোমবার আগামী ২৮ শে সেপ্টেম্বরের মধ্যে ২৩ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ মঙ্গলবার আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ দিল আদালত। তাঁদেরকেও নিয়োগ করতে হবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। এই নিয়ে মোট ৭৭ জনকে নিয়োগের নির্দেশ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
জানা গিয়েছে, ২০১৪ সালের টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল থাকার জন্য ২৩ জন টেট পাশ করতে পারেননি। এই সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, পর্ষদের ভুলে পরীক্ষার্থীদের ৫ বছর নষ্ট হয়েছে। আগামী ২৩ দিনের মধ্যে ওই ২৩ জনের নিয়োগ দিতে হবে। আগামী শুনানিতে এ ব্যাপারে জানাতে হবে কোর্টকে।
এদিকে আজ মঙ্গলবার একই কারণে আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বর্তমানে থাকা শূন্যপদ থেকেই এই চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে হবে বলে জানিয়েছেন বিচারপতি। পুজোর মুখে এই সুখবর শুনে খুশি চাকরিপ্রার্থীরা। তবে এর প্রেক্ষিতে আগামী দিনে আরও ২০০ জনের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।