21 C
Kolkata
December 26, 2024
রাজ্য

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের অদিতি মুন্সির স্বামীকে তলব করল সিবিআই

সংবাদ কলকাতা, ৩০ মে: নিয়োগ দুর্নীতি মামলায় তলব প্রখ্যাত কীর্তন শিল্পী অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল বুধবার নিজাম প্যালেসে তলব করে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত থাকার অভিযোগে গত বছর নভেম্বর মাসেই দেবরাজ চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। সেদিন কয়েক ঘণ্টা তল্লাশি চালান তদন্তকারীরা। বরানগরে দেবরাজের অফিসেও তল্লাশি চালানো হয়। সেদিন দেবরাজের বাড়ি থেকে এই মামলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তদন্তকারীরা নিয়ে যান। এমনটাই সূত্রের খবর। তার ভিত্তিতেই গত জানুয়ারি মাসে তাঁকে দুই বার তলব করে সিবিআই।

ফলে এই নিয়ে তৃতীয় বার তলব করা হয়েছে তাঁকে। কিন্তু এবারও সিবিআই দফতরে হাজিরা দিলেন না বিধাননগর পুরসভার কাউন্সিলর। বিধায়ক অদিতি মুন্সীর স্বামী, তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী পাল্টা সিবিআই-কে চিঠি পাঠালেন । আইনজীবী মারফত পাঠানো চিঠিতে কেন্দ্রীয় তদন্তকারীদের কাছে সময় চাইলেন দেবরাজ। তিনি জানিয়েছেন, ভোটের কাজে তিনি এখন ব্যস্ত আছেন। তাই তিনি এখনই হাজিরা দিতে পারবেন না। তবে ৪ জুনের পর হাজিরা দিতে পারবেন।

ফের দেবরাজকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। মঙ্গলবারই তাঁকে নোটিস পাঠিয়ে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। গতকাল বুধবার তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু ১ জুন কলকাতায় ভোট। তিনি বর্তমানে ভোটের কাজে ব্যস্ত রয়েছেন বলে সিবিআইকে চিঠি দিয়ে জানিয়ে দেন।

Related posts

Leave a Comment