সংকল্প দে, সংবাদ কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করল ইডি। আগামী সপ্তাহেই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এর আগে ইডি সূত্রে খবর পাওয়া গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর মা-বাবাকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর মা-বাবা’র সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, প্রাথমিকে নিয়োগ মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করতে চাইছেন তাঁরা। এখনও পর্যন্ত যে সব তথ্য প্রমাণ ইডির তদন্তকারীদের সামনে এসেছে, তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ড করতে চান তাঁরা।
লিপস এন্ড বাউন্স কোম্পানিতে যখন ইডি তল্লাশি অভিযান চালিয়েছিল, সেখান থেকে একাধিক নথি বাজেয়াপ্ত করেছিল ইডি। সেই সমস্ত তথ্য সামনে রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা, মা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা।
ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পিটিশন ফাইল করেছেন। তার শুনানি আজ। তিনি অভিযোগ করেছেন যে, তাঁর যেদিন রাজনৈতিক কর্মসূচি থাকছে, সেইদিন তাঁকে হেনস্থা করার জন্য এজেন্সি দিয়ে তলব করা হচ্ছে। Ed সূত্রে খবর, আগামী ১০ তারিখ হাইকোর্টে একটি রিপোর্ট জমা দিতে চলেছেন তাঁরা। তদন্ত প্রক্রিয়া কিভাবে এগোচ্ছে এবং এই তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়ে কাদের কাদের তলব করা হয়েছে, তাঁদের থেকে কী কী বয়ান নেওয়া হয়েছে সেই সমস্ত তথ্য আদালতে পেশ করা হবে।