নতুন দিল্লি: মুদ্রা ছাপানোর টেন্ডারে অনিয়মের অভিযোগে প্রাক্তন অর্থ সচিব অরবিন্দ মায়ারামের বাড়িতে তল্লাশি চালাল সিবিআই। দুর্নীতি মামলায় তদন্তের অংশ হিসাবে এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। খবরে প্রকাশ দিল্লি এবং জয়পুরে একইসঙ্গে অভিযানে নামে CBI-এর আধিকারিকরা। অভিযোগ, মুদ্রা ছাপার টেন্ডারে অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন অরবিন্দ মায়ারাম। নাম রয়েছে RBI-এর আরও কয়েকজন আধিকারিকের। তিনি ২০১২-১৪ সালে ভারতের অর্থ সচিব ছিলেন।
CBI-এর এক সূত্র জানিয়েছে, এদিন তাঁর বাড়ি থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। সেগুলি থেকে এই কেসের সঙ্গে তাঁর যোগসূত্র মিলেছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এমনকি এই বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এখনও পর্যন্ত কোনও বিবৃতিও প্রকাশ করেনি।
জানা গিয়েছে, অরবিন্দ মায়ারাম ১৯৭৮ সালের ব্যাচের IAS অফিসার। তাঁকে কংগ্রেস নেতৃত্বাধীন UPA সরকারের আমলে গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। একসময় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসাবেও কাজ করেছেন মায়ারাম।