নতুন দিল্লি: অগ্নিবীর প্রকল্পে সুযোগ সুবিধার পরিধি ক্রমশ বাড়ছে। গত বছর ১৪ জুন এই প্রকল্প ঘোষিত হয়েছিল। আরও দক্ষ সেনা তৈরি, দেশকে আরও বেশি সুরক্ষিত করা, দেশের বেশি সংখ্যক বেকারদের সেনাবাহিনীতে অংশগ্রহণ, বেকার সমস্যা দূরীকরণ, পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে বেশি সংখ্যক পরিবারকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করে তোলাই ছিল অগ্নিবীর প্রকল্পের প্রধান লক্ষ্য। কিন্তু এই প্রকল্প ঘোষিত হওয়ার পর দেশজুড়ে বিরোধিতা করেছিল একদল সুবিধাবাদী গোষ্ঠী। সেনাবাহিনীতে নিয়োগের প্রস্তুতি পরীক্ষায় যুক্ত বেশ কিছু কোচিং সেন্টার পরোক্ষভাবে সংগঠিত আন্দোলনে মদত জোগায়। কারণ এই প্রকল্প চালুর চাকরি দেওয়ার নামে বেকারদের টাকা নিয়ে ব্যবসা করা বন্ধ হবে। সেজন্য তারা আড়ালে থেকে সংগঠিতভাবে দেশের বিভিন্ন স্থানে রেল সহ অন্যান্য সরকারি সম্পত্তি ভাঙচুর ও আগুন লাগিয়ে নষ্ট করতে শুরু করে।
কিন্তু কেন্দ্র সরকার তাতে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ করেনি। সেই আন্দোলনকে কঠোরভাবে দমন করার জন্য হুঁশিয়ারি দেয় স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা দপ্তর। বাড়ানো হয় সুযোগ সুবিধা। কিছুদিন আগেই বিএসএফ-এর ক্ষেত্রে সংরক্ষণের ঘোষণা করা হয়েছে। এবার এই অগ্নিবীর প্রকল্পে কাজের অভিজ্ঞতা সম্পন্নদের জন্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে (সিআইএসএফ) নিয়োগের ক্ষেত্রেও সংরক্ষণ বাড়ানো হল। অর্থাৎ প্রাক্তন অগ্নিবীরদের সিআইএসএফ-এ নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেইসঙ্গে বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রেও ছাড়ের ব্যবস্থা করল কেন্দ্র।
তবে সেই ছাড়ের সীমা কেন্দ্র সরকার এখনও ঘোষণা না করলেও প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্য পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে সূত্রের খবর। আর পরবর্তী ব্যাচগুলিতে ছাড়ের সীমা কমতে পারে। সেক্ষেত্রে তিন বছর করা হবে বলে আভাস পাওয়া গিয়েছে। তাঁদের সিআইএসএফে নিয়োগে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও দেওয়া লাগবে না। সংশোধন করা হয়েছে ১৯৬৮ সালের সিআইএসএফ আইন। এবিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সিআইএসএফে নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা থাকবে। প্রথম ব্যাচের অগ্নিবীররা ৩০ বছর ও পরবর্তী ব্যাচের অগ্নিবীররা ২৮ বছর বয়স পর্যন্ত সিআইএসএফে যোগদানের সুযোগ পাবেন।
প্রসঙ্গত বর্তমান নিয়ম অনুযায়ী অগ্নিবীর প্রকল্পে ১৭ থেকে সাড়ে ২১ বছর বয়সি যুবকদের সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীতে নিয়োগ করা হয়। মূলত চার বছরের চুক্তিতে তাঁরা নিযুক্ত হতে পারবেন। কেন্দ্র সরকার জানিয়েছে, চুক্তির শেষে দক্ষ অগ্নিবীরদের ২৫ শতাংশ পুনরায় সামরিক বাহিনীতে যুক্ত হতে পারবেন। বাকিরা কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ও অসম রাইফেলসে নিয়োগে অগ্রাধিকার পাবেন। সেখানে তাঁদের ১০ শতাংশ সংরক্ষণের ঘোষণা করে সরকার।
next post