ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সাগরদিঘীর পাটকেলডাঙ্গা অঞ্চলের ইসলামপুর গঙ্গা তীরবর্তী এলাকায়। বুধবার টানা বৃষ্টি জেরে ইসলামপুর গঙ্গাপাড়ের অবস্থিত প্রায় ১০০ মিটার ঢালাই রাস্তা হঠাৎ ৩ ফুট মতো বসে যায়। যার ফলে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে ইসলামপুর গঙ্গা তীরবর্তী এলাকায়, সেই সঙ্গে সেই রাস্তায় মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বুধবার সারাদিন টানা বৃষ্টি জেরে ঘটে বিপত্তি , দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের, নইলে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে কয়েকশো ঘরবাড়ি। সেই সঙ্গে রয়েছে একটি মসজিদও। রমজান মাসে নামাজ পড়তে গিয়েও রীতিমত সমস্যায় পড়ছেন স্থানীয় মুসল্লিরা, সে রাস্তার উপর দিয়ে স্কুল পড়ুয়ারা স্কুলে যায়, হঠাৎ এই ঘটনার পর গাড়ি চলাচল বন্ধ হয়েছে সেই রাস্তায়, স্কুল পড়ুয়ারা ঠিক মতো স্কুলে যেতে পারছে না। দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের।
previous post
next post