সংবাদ কলকাতা, ১৮ এপ্রিল: প্রস্রাবে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূল বিধায়ক ও পরিচালক রাজ চক্রবর্তী। এই সংবাদে নেট পাড়ায় তাঁর অনুরাগীদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে গুরুতর কিছুই হয়নি বলে জানিয়েছেন তাঁর সহকারী। প্রতিবছর রুটিন চেক আপের জন্য তিনি হাসপাতালে ভর্তি হন। এবার ইউরিন ইনফেকশনের কারণে অতিরিক্ত একদিন হাসপাতালে থাকবেন বলে জানা গিয়েছে। আগামীকাল বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত ‘আবার প্রলয়ে’র কাজ শেষ হওয়ার পর নতুন ছবির পরিচালনা ও প্রযোজনার কাজ শুরু করতে চলেছেন রাজ। খুব শীঘ্রই তিনি সেই ছবির শ্যুটিং শুরু করবেন। সম্প্রতি এমনটাই জানিয়েছেন তিনি।
previous post