November 1, 2025
দেশ

প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা ঋতুরাজ সিং

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা ঋতুরাজ সিং। তিনি ছিলেন টেলিভিশনের পর্দায় এক উজ্জ্বল নক্ষত্র। বর্তমানে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তবে অভিনেতার এই আকস্মিক মৃত্যুর কারণ বসত শোকস্তব্ধ গোটা মুম্বাইয়ের শিল্প মহল। জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং এক সময় দুর্দান্ত সব অভিনয়ের মাধ্যমে বেশ কয়েকটি সিনেমাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। শুধু সিনেমাতেই নয় এর পাশাপাশি তাঁকে একাধিক জনপ্রিয় মেগা সিরিয়ালেও দেখা গেছে। জানা গিয়েছে তিনি কয়েকদিন আগেই প্যানক্রিয়াসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর একটু সুস্থ হয়ে বাড়ি ও ফিরে ছিলেন। কিন্তু তাঁর সেই ফেরা ছিল কিছু দিনের মাত্র। তারপরই তাঁকে সব মায়া ত্যাগ করে চলে যেতে হল না ফেরার দেশে।

Related posts

Leave a Comment