মুম্বই, ৫ জুন: দীর্ঘ রোগ ভোগের পর অবশেষে প্রয়াত হলেন মহাভারতের শকুনি মামা গুফি পেন্টাল। মৃত্যুকালে বর্ষীয়ান এই অভিনেতার বয়স হয়েছিল ৭৮ বছর। গত ৩১ মে অসুস্থতা গুরুতর হলে তিনি হাসপাতালে ভর্তি হন। আজ সোমবার তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার সকালে গুফির ছেলে হ্যারি পেন্টাল বাবার প্রয়াণের কথা প্রকাশ্যে আনেন। আজ বিকেল ৪টে নাগাদ গুফি পেন্টালের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন গুফি পেন্টাল। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
উল্লেখ্য, আটের দশকে অভিনয় জগতে পা রাখেন গুফি। বলিউডের বেশ কিছু সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। তবে, মহাভারত ধারাবাহিকে শকুনি মামার চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। এই চরিত্রে অভিনয় করার সময়ই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর নানা চরিত্রে দেখা গেলেও, শকুনি মামা হিসেবেই দর্শকরা তাঁকে বেশি চেনেন।
previous post