প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে মনমোহন সিং-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন। তাঁর প্রয়াণে গোটা ভারত শোকস্তব্ধ। প্রসঙ্গত ভারতীয় অর্থনীতির চাণক্য বলে পরিচিত মনমোহন সিং দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। তাঁর হৃদযন্ত্রের সমস্যা ছিল। অতীতে অ্যাঞ্জিওপ্ল্যাস্টিও করাতে হয়।
উল্লেখ্য, মনমোহন সিং ভারতীয় অর্থনীতির সংস্কারক হিসেবে বিশেষভাবে পরিচিত। তিনি ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। তিনি প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের আমলে অর্থমন্ত্রী থাকাকালীন অনেকগুলি সংস্কারমূলক কাজ করেছিলেন। এই সময়ে বিখ্যাত গ্যাট চুক্তি তাঁর আমলেই সম্পন্ন হয়। যদিও তৎকালীন বামফ্রন্ট সহ বিরোধী রাজনৈতিক দলগুলি তার ব্যাপক সমালোচনা করেছিল। ২০০৪ সালে বাজপেয়ীর নেতৃত্বাধীন এন ডি এ সরকারের পতন হলে তিনি কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী হন। এবং টানা দুইবার তিনি প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৪ সালে কংগ্রেসকে পরাজিত করে বিজেপি ক্ষমতায় আসে।