November 2, 2025
রাজ্য

প্রয়াত প্রখ্যাত দৌড়বিদ কেলভিন কিপটাম

সারা বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করা ম্যারাথন রানার কেলভিন কিপটাম প্রয়াত। প্রসঙ্গত, গত বছর শিকাগোর ম্যারাথনে ২ ঘণ্টা ৩৫ মিনিটে ৪৫ কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ২৩। আর ২৪ বছর বয়সেই , ক্রীড়াজগৎ থেকে চিরদিনের জন্য হারাতে হল এক সম্ভনাময় প্রতিভাকে। উল্লেখ্য, গতকাল রবিবার ১১ টা নাগাদ তিনি গাড়ি করে যাচ্ছিলেন পশ্চিম কেনিয়ায়। সঙ্গে ছিলেন কোচ জেরভাইস হাকিজিমানা ও আরও একজন। কিপটাম স্টিয়ারিংয়ের পিছনে ছিলেন। হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। কোচ ও তাঁর ঘটনাস্থলেই মৃত্যু হলেও অন্যজন গুরুতরভাবে আহত হওয়ায় তাকে ওই অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related posts

Leave a Comment