বেঙ্গালুরু: মঙ্গলবার ভোরে প্রয়াত হয়েছেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চাণ্ডি। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। ওমেন চাণ্ডির ছেলে আজ সকালে সামাজিক মাধ্যমে তাঁর বাবার মৃত্যুর খবর শেয়ার করেন। উল্লেখ্য, বর্ষীয়ান কংগ্রেস নেতা ওমেন চাণ্ডি বিভিন্ন সময়ে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তিনি ৭ বছর কেরলের মুখ্যমন্ত্রী ছিলেন। এছাড়া কেরল বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্বও সামলেছেন। একসময় তিনি কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রকের দায়িত্বে ছিলেন। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে কেরলের স্কুল ও সরকারি অফিসে একদিনের ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি, তাঁর মৃত্যুর দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তাঁর প্রয়াণে রাজ্যজুড়ে দুদিনের শোক পালন করা হবে বলে জানা গিয়েছে। ওমেন চান্ডির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধা জানিয়েছেন রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী।
previous post
next post