সিমলা, ১৬ আগস্ট: প্রবল বৃষ্টি ও ধসে দুইদিন আগে হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছিল ৫০। গত, রবিবার থেকে এই প্রাকৃতিক বিপর্যয় চলছে সেরাজ্যে। আজও তা অব্যাহত। চলছে মেঘ ভাঙা বৃষ্টি। ফলে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। কোথাও ধস নেমে মৃত্যু হয়েছে। আবার হড়পা বানে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬১। এর জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। বন্ধ রয়েছে স্কুল-কলেজ। আগামিকালও বন্ধ থাকার সম্ভাবনা। আবহাওয়ার পরিস্থিতির পরিবর্তন না হলে স্কুল, কলেজ এখনই খোলার সম্ভাবনা নেই।
অন্যদিকে সিমলায় নতুন করে একাধিক জায়গায় ধস নেমেছে বলে সূত্রের খবর। প্রবল বর্ষণের জেরে হিমাচলের একাধিক নদীর জলস্তর ফের বাড়তে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কালকা থেকে সিমলার সংযোগকারী রেলপথ। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু রাজ্যের একাধিক জায়গা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখছেন। তিনি ধসে ক্ষতিগ্রস্ত এলাকা মেরামত করে দেবেন বলে প্রতিশ্রুতি জানিয়েছেন। পাশাপাশি, বিপদজনক এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে হিমাচল প্রদেশের সঙ্গেই উত্তরাখণ্ডেও আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে দিল্লির মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে। সেজন্য এই রাজ্যের বিভিন্ন এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে।