24 C
Kolkata
December 26, 2024
কলকাতা

প্রণয় ঘটিত কারণে দুই সন্তানকে মেরে আত্মঘাতী বাবা

সংবাদ কলকাতা : একই পরিবারে তিন জনের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল নৈহাটির শিবদাসপুর এলাকায়। পেশায় শিক্ষক নৈহাটির বুদরিয়ার বাসিন্দা জ্যোতি প্রকাশ মন্ডলের সাথে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল স্ত্রীর। আর সেই ঝামেলার জেরেই জ্যোতি প্রকাশ ৬ বছরের ছেলে এবং ৯ বছরের মেয়েকে মেরে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। পুলিশ সুত্রে খবর, জ্যোতি প্রকাশ মন্ডলের সঙ্গে স্থানীয় এক মহিলার অবৈধ সসর্ম্পকের জেরে স্ত্রীর সঙ্গে বনিবনা ছিল না! স্ত্রী লাবণী মন্ডল আলাদা থাকতেন । এরপর থেকেই অবসাদে ভুগছিলেন জ্যোতি প্রকাশ। গতকাল রাত্রে ছেলে ও মেয়েকে বিষ খাইয়ে মেরে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। মৃত মেয়ের নাম লাজবন্তি মন্ডল(৯) এবং ছোট ছেলেটির নাম জয়মাল্য মন্ডল(৫)। শিবদাসপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related posts

Leave a Comment