কলকাতা, ৬ মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গার নিচ দিয়ে মেট্রো পথের সূচনা করলেন, এই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে রইলেন শহরবাসী। সারা ভারতে এটাই সেই প্রথম মেট্রো প্রকল্প যেটা এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পথের সূচনা করেন। যা কিনা মানুষের মনিকোঠার থেকে ইতিহাসের পাতায় জায়গা করে নিল এই প্রকল্প। আজ, বুধবার সকাল ১০ টা নাগাদ রাজভবন থেকে সড়কপথে এসপ্ল্যানেডে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর তিনি সেখান থেকে সবুজ রঙের পতাকা নেড়ে এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত আরো বেশ কয়েকটি মেট্রো পথের সূচনা করেন তিনি। তার সঙ্গে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এছাড়াও ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁরা সকলে মিলে ঘুরে দেখেন মেট্রো স্টেশন চত্বর। এরপর প্রধানমন্ত্রী সহ শহরের স্কুলের পড়ুয়ারা এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে মেট্রো পথের প্রথম সোয়ারি হন।
শহরবাসী বহু প্রত্যাশিত এই প্রকল্পের উদ্ভোদনের পর তিনি বারাসাতের উদ্দেশ্যে রওনা হয়ে যান। উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতের বিদ্যাসাগর স্টেডিয়াম থেকে নারীদের নিয়ে একটি শোভাযাত্রা করে পৌঁছলেন সভাস্থলে। বারাসাতে জেলা শাসকের অফিসের সামনে কাছারি ময়দানের এই সভায় বিশেষ আকর্ষণের বিষয়বস্তু সন্দেশখালি। সে সভাতে বিশেষ করে উপস্থিত ছিলেন সন্দেশখালির নির্যাতিতা নারীরা। সূত্রের খবর , তাদের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সন্দেশখালির সেই সমস্ত নারীরা।