21 C
Kolkata
December 24, 2024
রাজ্য

প্রধানমন্ত্রী আবাস যোজনার সঠিক তালিকা প্রস্তুতি নিয়ে তৈরি হয়েছে জটিলতা

সংবাদ কলকাতা: বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে বিস্তর অভিযোগ বিভিন্ন জেলা ও পঞ্চায়েত স্তরে। কেন্দ্রীয় সরকারের স্পষ্ট নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে যোগ্য প্রাপকদের তালিকা প্রস্তুত করতে হবে। তা না হলে টাকা ফেরত নিয়ে নেওয়া হবে। কিন্তু রাজ্য সরকারের হাতে আছে আর মাত্র ২ দিন। এতদিনে বিভিন্ন জেলা শাসকের দপ্তর থেকে মাত্র ১৬ % প্রাপকের তালিকা প্রস্তুত করা হয়েছে।এখনও ৮৪ % তালিকা প্রস্তুতি বাকি। হাতে আছে মাত্র ২ দিন।

রাজ্য সরকারের তরফে আশঙ্কা করা হচ্ছে, দুদিনের মধ্যে যদি সম্পূর্ণ তালিকা প্রস্তুত না করা যায়, তাহলে প্রায় ৫০ % টাকা ফেরত নিয়ে নেবে কেন্দ্র। তাতে রাজ্যে ব্যাহত হবে আবাস যোজনা প্রকল্প। তাই নবান্ন থেকে প্রতিটি জেলা শাসককে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে, যাতে আগামী দুদিনের মধ্যে যোগ্য প্রাপকদের তালিকা প্রস্তুত করা হয়। কিন্তু তাতেও কি সমস্যা সমাধান হবে? উঠছে প্রশ্ন। কেননা এত দ্রুত সম্পূর্ণ তালিকা সঠিক নিয়ম মেনে প্রস্তুত করা সম্ভব নয় বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Related posts

Leave a Comment