এই প্রথম কেরলের এক ব্যবসায়ী বাংলাদেশে নারকেল রপ্তানি করল। বাংলাদেশে পাঠানো হয়েছে ভারতের হিলি স্থল বন্দর দিয়ে। গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত টানা এই ৪ দিনে প্রায় ২০০ টন নারকেল পাঠানো হয়েগেছে। এই ব্যবসায়ী বাংলাদেশে নারকেল রপ্তানি করার পর আসার আলো খুঁজে পাচ্ছে জেলার ব্যবসায়ী মহল। আর এই কেরল ব্যবসায়ী বাংলা দেশে নারকেল রপ্তানিকে কেন্দ্র করে নতুন করে বাঁচার আলো দেখছে।
previous post
next post