34 C
Kolkata
April 23, 2025
বিদেশ

প্রথমবার ডেনমার্কের সুন্দরী ভিক্টোরিয়া মিস ইউনিভার্স খেতাব জিতলেন

মেক্সিকো সিটি, ১৭ নভেম্বর: প্রথমবারের মতো মিস ইউনিভার্স খেতাব জিতল ডেনমার্ক। এই দেশের ২১ বছরের সুন্দরী মেয়ে ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগ ৭৩তম মিস ইউনিভার্স হলেন। তিনি ১২০জন সুন্দরী প্রতিযোগীকে হারিয়ে এই খেতাব জয় করেছেন। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন চিদিনমা আদেতশিনা। তিনি নাইজেরিয়ার ইজেরিয়ার বাসিন্দা। এবং মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান দ্বিতীয় রানারআপ হন।

প্রতিযোগিতায় চতুর্থ হয়েছেন থাইল্যান্ডের সুচাতা অপাল চুয়াংস্রি এবং পঞ্চম স্থান অধিকার করেছেন ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কুয়েজ। কয়েকজন ভারতীয় প্রতিযোগীও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ভারতের হয়ে প্রথম কয়েকটি রাউন্ডে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রেহা সিং। যদিও তিনি প্রথম ১২ জনের তালিকায় নিজের নাম লেখাতে পারেননি।

উল্লেখ্য, এই বছর মিস ইউনিভার্সের ৭৩তম ইভেন্টে প্রথমবারের জন্য নাম লিখিয়েছিল বেলারুশ, গিনি, ম্যাকাও, মালদ্বীপ, ইরিত্রিয়া এবং উজবেকিস্তানের মতো দেশ।

Related posts

Leave a Comment