24 C
Kolkata
April 18, 2025
দেশ

প্রতি দুই বছর অন্তর কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাবেন ভ্রমণ ও অ্যাডভেঞ্চারের সুযোগ

সুভাষ পাল, সংবাদ কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে এবার আসতে চলেছে সুবর্ণ সুযোগ। প্রতি দুই বছর অন্তর সিংহভাগ সরকারি খরচে একসঙ্গে ভ্রমণ ও অ্যাডভেঞ্চারধর্মী প্রশিক্ষণ পাবেন তাঁরা। কর্মীদের বেশি কর্মক্ষম করে গড়ে তুলতে এবার থেকে এই রিয়েল লাইফ স্পোর্টসে অংশ নিতে হবে তাঁদের। সরকারি কর্মীরা শারীরিকভাবে কতটা সক্ষম, এবার থেকে তাও পরীক্ষা করে দেখা হবে। সেজন্যই এই রিয়েল লাইফ অ্যাডভেঞ্চারের ব্যবস্থা করল কেন্দ্রের মোদি সরকার। ছাত্র জীবনে কেরিয়ার গড়ার চাপ আর কর্ম জীবনে কাজের চাপে যাঁরা এইসব সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, তাঁরা নতুন করে সরকারি উদ্যোগে সেই সুবিধা পেতে চলেছেন।

নিয়ম অনুযায়ী চাকরির প্রতি দুই বছর অন্তর পাহাড়ে চড়তে হবে এবং সমুদ্রে নামতে হবে। যেতে হবে গোয়ার সমুদ্র সৈকত, দার্জিলিং পাহাড় কিংবা মানালি অথবা গুলমার্গের পাহাড়ে। এভাবে ৫ দিনের বিশেষ প্রশিক্ষণ নিতে হবে কর্মীদের। এই প্রশিক্ষণটি বাধ্যতা মূলক না হলেও চাকরি জীবনে যে এর প্রভাব পড়বে, তা বলার অপেক্ষা রাখেনা। এই প্রশিক্ষণের জন্য যা খরচ হবে, তা পদাধিকার অনুযায়ী তার ৭৫ থেকে ৯০ শতাংশ কেন্দ্র সরকারই বহন করবে। বাকিটা সংশ্লিষ্ট কর্মীকেই ব্যয় করতে হবে। কিন্তু এই প্রশিক্ষণে কর্মীদের কাজ কী থাকবে?

জানা যাচ্ছে, এই প্রশিক্ষণে পাহাড়ে ছোট-খাটো ট্রেকিং, প্যারাগ্লাইডিং, স্কি, রাস্তায় সাইক্লিং, সমুদ্রে নৌকা চালানো সহ বিভিন্ন আকর্ষণীয় স্পোর্টসে অংশ নিয়ে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালি ও কর্মক্ষম করতে চায় কেন্দ্র। যাতে ঝুঁকিপূর্ণ কাজে কর্মীরা আরও বেশি সাহসী হয়ে ওঠেন। এজন্য তাঁদের প্রশিক্ষণে বিভিন্ন ইনস্টিটিউটকে দায়িত্ব দেওয়া হবে। এছাড়া ভারতের সেনাবাহিনী, নৌবাহিনীবায়ুসেনার আধিকারিকরাও প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন। এই ধরণের অ্যাডভেঞ্চারধর্মী প্রশিক্ষণে বেশ উৎসাহী কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

Related posts

Leave a Comment