29 C
Kolkata
April 15, 2025
Featured

প্রতিষ্ঠাবার্ষিকীতে পালন করা হলো তৃণমূল নেতা শেখ মবিনের স্মরণ সভা

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান— শ্রদ্ধা ও সম্মানের  সঙ্গে স্মরণ করে পালন করা হলো তৃণমূল নেতা শেখ মবিনের স্মরণ সভা। ২০২০ সালে আজকের দিনেই নিজের জমিতে কাজ করতে করতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বেরুগ্রাম অঞ্চলের বরিষ্ঠ তৃণমূল নেতা শেখ মবিন। দলের জন্মলগ্ন থেকেই তিনি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সদস্য ছিলেন বলে জানালেন ব্লক তৃণমূল সভাপতি মেহেমুদ খান। তিনি বলেন, যখন রাজ্যে বাম সরকার তখন থেকেই জারি ছিল তাঁর লড়াই।

তাঁর এই আকস্মিক মৃত্যু অনেকেই মেনে নিতে পারেননি এখনো। আজকে তাঁর মৃত্যু দিনে প্রতি বছরই ব্লক তৃণমূল পার্টি অফিসে স্মরণ সভা করা হয়। আজকের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি সাহাবুদ্দিন সেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল সহ শাখা সংগঠনের সভাপতি অঞ্চল সভাপতিরা। বুধবার দলের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাঁকে স্মরণ করেন সকলেই। পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলা হয় বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment