18 C
Kolkata
December 24, 2024
টিভি-ও-সিনেমা দেশ

প্রতারণার দায়ে আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেত্রী আমিশা প্যাটেল

রাঁচি, ১৭ জুন: আজ সেই মামলার শুনানিতে আদালতে আত্মসমর্পণ করলেন বলিউড খ্যাত এই অভিনেত্রী। এদিন আদালত শর্তসাপেক্ষে অভিনেত্রীর জামিন মঞ্জুর করেছে বলে জানা গিয়েছে। আগামী ২১ শে জুন ফের এই মামলার শুনানি। সেদিন সশরীরে তাঁকে ফের হাজির থাকার আদেশ দিয়েছে আদালত।

সামনেই মুক্তি পেতে চলেছে আমিশা অভিনীত “গদর-২”। তার মধ্যে এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন আদালতে গোলাপি রঙের কামিজ এবং প্রিন্টেট সালোয়ারে দেখা গেল আমিশাকে। প্রচণ্ড গরমেও গায়ে জড়ানো নীল রঙা চাদর। আর গোটা মুখ ওড়না দিয়ে ঢেকে রেখেছেন নায়িকা।

জানা গিয়েছে, ২০১৮ সালে আমিশার সঙ্গে প্রযোজক অজয় কুমার সিং-এর আলাপ হয়। একটি ছবি তৈরির ব্যাপারে চুক্তি হয় তাঁদের। সেইমতো আড়াই কোটি টাকা আমিশাকে দেন ওই প্রযোজক। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রোজেক্টের কোনও কাজ এগোয়নি। নিরাশ হয়ে ওই প্রযোজক আমিশাকে দেওয়া অগ্রিম টাকা ফেরত চান। আমিশা চাপে পড়ে তিন কোটি টাকার একটি চেক লিখে দেন অজয় কুমারকে। কিন্তু, সেই চেক ব্যাংকে জমা দিতেই বাউন্স করে। এরপর পুলিশের দ্বারস্থ হন ওই প্রযোজক। আমিশা ও কুণালের বিরুদ্ধে প্রযোজক অজয় কুমার সিং সেই আড়াই কোটি টাকা প্রতারণার মামলা দায়ের করেন।

Related posts

Leave a Comment