18 C
Kolkata
December 24, 2024
দেশ

প্রখ্যাত চিত্রশিল্পী ললিতা লাজমী প্রয়াত

মুম্বই, ১৪ ফেব্রুয়ারি: সোমবার প্রয়াত হলেন বিশিষ্ট চিত্রশিল্পী ললিতা লাজমী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। সম্পর্কে তিনি কিংবদন্তি পরিচালক গুরু দত্তের বোন। মূলত বার্ধক্যজনিত সমস্যার কারণেই প্রয়াত হয়েছেন তিনি। জাহাঙ্গির নিকোলসন আর্ট ফাউন্ডেশন তাঁর মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করেছে।

মূলত একজন জনপ্রিয় চিত্রশিল্পী হলেও আমির খান অভিনীত ‘তারে জমিন পর’ ছবির ছোট্ট দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। ১৯৩২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন চিত্রশিল্পী ললিতা লাজমী। ছোটবেলা থেকেই শিল্পের প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। তাঁর তুলির টানে একের পর এক কালজয়ী ছবির সৃষ্টি হয়েছে। তাঁর আঁকা ‘ডান্স অফ লাইফ অ্যান্ড ডেথ’ বিশ্বজোড়া প্রশংসা লাভ করে। তাঁর চিত্রের প্রশংসা করেছিলেন সত্যজিৎ রায়, রাজ কাপুরের মত বিখ্যাত মানুষেরা।

Related posts

Leave a Comment