সংবাদ কলকাতা: ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিএসই (ICSE) , ৪ ফেব্রুয়ারি থেকে আইএসসি (ISC)পরীক্ষা। এছাড়া ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ পরীক্ষা।
দি কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বা CISCE’র তরফ থেকে জানানো হয়েছে, ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৯ মার্চ পর্যন্ত চলবে আইসিএসই পরীক্ষা এবং আইএসসি পরীক্ষা শুরু হবে ১৩ ফেব্রুয়ারি চলবে ৩১ মার্চ পর্যন্ত।
আইসিএসই র অধিকাংশ পরীক্ষাই শুরু হবে সকাল ১১টায়। কয়েকটি পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হবে।
এছাড়া আঁকার পরীক্ষাগুলি হবে সকাল ৯টা থেকে। অন্যদিকে আইএসসির কিছু পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। সকাল ৯টা থেকে আঁকার পরীক্ষা। এবারও করোনা বিধি মেনেই পরীক্ষা হবে। তবে মূল্যায়ন হবে করোনা পূর্ববর্তী পদ্ধতিতে।
ICSE পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা —
১) যে কোনও পরীক্ষা শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট আগে প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে।
২) পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের পাঁচ মিনিট আগে পড়ুয়াদের নির্দিষ্ট জায়গায় বসতে হবে।
৩) নির্দিষ্ট সময়ের পরে এলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। শুধুমাত্র সন্তোষজনক ব্যাখ্যা দিলে তবেই পরীক্ষা দেওয়ার অনুমতি মিলবে।
৪)পরীক্ষা শেষ হওয়ার আগে কোনও পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র ছাড়তে পারবেন না।