সংবাদ কলকাতা, ৫ জানুয়ারি: আজ প্রকাশিত হল ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকা। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের এই তালিকা অনুযায়ী, রাজ্যে বর্তমানে মোট পুরুষ ভোটারের সংখ্যা ১৩,৩৩,২৫১ জন ও মহিলা ভোটার ৩,৬৯,৭০,০৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ৭৯৯ জন। এবছর ভোটার তালিকায় নতুন অন্তর্ভুক্ত হয়েছেন ১৩ লক্ষ ৩৩ হাজার ২৫১ জন। ৪ লক্ষ ১৫ হাজার ২২৯ জনের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। এই নিয়ে বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭ জন। এছাড়া সার্ভিস ভোটারের সংখ্যা হয়েছে ১,১৪,৭৯৭ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার রাজ্যে ১.২৪ শতাংশ ভোটার বেড়েছে। যার মধ্যে ১৮ থেকে ১৯ বছর বয়সের ভোটারের সংখ্যা ২.২০ শতাংশ।