সুমন মল্লিক: রাজ্যে উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে শিক্ষক বদলির নির্দেশিকা জারি হয়েছে অনেক আগেই। কিন্তু তাতেও মেলেনি সমাধান। এখনও রাজ্যের অনেক স্কুল পর্যাপ্ত শিক্ষকের অভাবে ধুকছে। বন্ধ হতে চলেছে অনেক স্কুল। আবার কোন কোন স্কুলে ছাত্র ছাত্রীর অনুপাতে শিক্ষকের সংখ্যা বেশী।
এব্যাপারে এবার হস্তক্ষেপ করলো কলকাতা হাইকোর্ট। কোর্টের নির্দেশে নতুন করে জারি করতে হবে শিক্ষক বদলির নির্দেশিকা। যে সমস্ত স্কুলে ছাত্র ছাত্রী ও শিক্ষকের অনুপাত তলানিতে ঠেকেছে সেখানে শিক্ষক নিয়োগ করতে হবে। যেখানে শিক্ষকের সংখ্যা বেশী আছে সেখান থেকে শিক্ষকদের বদলি করে কম শিক্ষক যুক্ত স্কুলে আনতে হবে। অথবা নতুন যে সমস্ত শিক্ষক নিয়োগ হচ্ছে তাদের পাঠানো যেতে পারে এই সমস্ত স্কুলে। খেয়াল রাখতে হবে প্রতিটি স্কুলে যেন ছাত্র শিক্ষকের অনুপাত উপযুক্ত থাকে এবং প্রতিটি স্কুলের প্রতিটি ক্লাস যেন সঠিক ভাবে হয়।তবে কোন পুরুষ শিক্ষককে মহিলা দের স্কুলে পাঠানো যাবে না।
শুক্রবারই হাইকোর্টের নির্দেশ মত নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর।