25 C
Kolkata
November 2, 2025
রাজ্য

পৌষ মেলায় তিন দিন স্পেশাল ট্রেন দেবে রেল

সংবাদ কলকাতা: পৌষ মেলা উপলক্ষে আগামী ২৫, ২৬ এবং ২৭ ডিসেম্বর স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করল রেল। বর্ষশেষের এই তিনদিন হাওড়া টু রামপুরহাট এই বিশেষ ট্রেন পরিষেবা চালু রাখা হবে। এই স্পেশাল ট্রেন হাওড়া থেকে সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রা শুরু করবে। রামপুরহাট পৌঁছবে সকাল ১১টা ১০ মিনিটে। এই তিনদিন দুপুর তিনটেয় বোলপুর থেকে ফিরতি পথে স্পেশাল ট্রেনটি ছাড়বে। হাওড়া স্টেশনে পৌঁছবে সন্ধ্যা ৭টা নাগাদ। মাঝে যে স্টেশনগুলিতে ট্রেনটি থামবে, সেগুলি হল ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর (শান্তিনিকেতন), প্রান্তিক, আহমেদপুর এবং সাঁইথিয়া।

প্রসঙ্গত শান্তিনিকেতনে সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে পৌষমেলা বাঙালি তথা রবি অনুরাগীদের কাছে অন্যতম আকর্ষণ। এই সময় শান্তিনিকেতনে মানুষের আনাগোনা চোখে পড়ার মতো। সেজন্য এই ছুটির মরশুমে বোলপুরগামী ট্রেন যাত্রীর সংখ্যা চোখে পড়ার মতো। এই সময়ে বোলপুরে ট্রেনের টিকিটের চাহিদা বেশি থাকায় বাড়তি আয় হয় রেলের। এবার বাড়তি ট্রেন দিয়ে সেই যাত্রীদের ওপর বিশেষ গুরুত্ব দিল রেল।

Related posts

Leave a Comment