অরিত্র ঘোষ দস্তিদার, রানাঘাট: আজ দেবীপক্ষের সূচনায় পোশাক বিতরণ করল দেশের মাটি কল্যাণ মন্দির। এদিন সংস্থার পক্ষ থেকে নদিয়া জেলার বীরনগরের জয়পুর গ্রামে ১৩টি শাড়ি ও ১৩টি শিশুদের পোশাক গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ‘দেশের মাটি কল্যাণ মন্দির’-এর অন্যতম সদস্য মিলন খামারিয়া এবং সমাজসেবী মোহন্ত শর্মা, রবীন বিশ্বাস, ভজিন বিশ্বাস,শ্যামা বিশ্বাস ও ঊর্মিলা খামারিয়া।
এদিন শুরুতে দেশের মাটি কল্যাণ মন্দিরের বিভিন্ন সামাজিক কাজ সম্পর্কে বলেন শ্রী মোহন্ত শর্মা। তিনি বলেন -” আমরা ইতিপূর্বে আমাদের জয়পুর গ্রামে রথযাত্রা উপলক্ষে বৃক্ষরোপণ করেছি। গ্রামবাসীদের সচেতনতা মূলক কাজ করেছি। আজ আমরা কিছু মানুষের হাতে পোশাক তুলে দিতে পারলাম। ভবিষ্যতে আমরা আরও মানুষদের সাহায্য করতে চাই।”
আজকের অনুষ্ঠান সম্পর্কে শ্রী মিলন খামারিয়া বলেন -“সমাজের প্রান্তিক মানুষদের জন্য বিভিন্ন সামাজিক কাজ করছে দেশের মাটি কল্যাণ মন্দির। আমরা এ বছর ৪০০-র বেশি গাছ লাগিয়েছি নদিয়া জেলার বিভিন্ন জায়গায়। আজ আমরা গ্রামের কিছু মানুষের হাতে পোশাক তুলে দিতে পারলাম। গ্রামেরা মানুষরা তা গ্রহণ করে আমাদের কৃতজ্ঞতা পাশে আবব্ধ করেছেন।”
পোশাক পেয়ে গ্রামবাসীরা ভীষণ খুশী। বিশেষ করে শিশুরা পুজোর পোশাক পেয়ে ভীষণ আনন্দিত হয়েছে।
previous post