26 C
Kolkata
January 12, 2025
খেলা বিদেশ

পেলের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল

সংবাদ কলকাতা: শেষ ২৪ ঘন্টায় শারীরিক অবস্থার অবনতি হয়নি পেলের। আপাতত ব্রাজিলিয়ান ফুটবল তারকার শারীরিক অবস্থা স্থিতিশীল। বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের চিকিৎসকরা।

শ্বাসনালিতে সংক্রমণ নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ফুটবল সম্রাট পেলে। শনিবার রাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তরফে জানানো, ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। কোনও কিছুতেই তিনি সাড়া দিচ্ছেন না। শরীরে কেমোথেরাপিও বন্ধ রাখতে হয়েছে।

ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৮২ বছরের পেলেকে বর্তমানে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিশ্বকাপ চলাকালীন বিশ্বব্যাপি অনুগামিদের চিন্তা কমাতে পেলের ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লিখেছেন,‘‘আমি সুস্থ রয়েছি। আপাতত স্থিতিশীল, আশাবাদী এবং নিয়মিত চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই’।

Related posts

Leave a Comment