April 7, 2025
জেলা

পেঁপে গাছের চারা বিতরণ করল ‘দেশের মাটি কল্যাণ মন্দির’

অরিত্র ঘোষ দস্তিদার, ২৫ জুন, রানাঘাট: সব্জি তো প্রতিদিন সকালেই আমরা বাজার থেকে কিনে আনি। কিন্তু তাতে কতটা পরিমাণ বিষ দেওয়া থাকে সেটা আমরা কেউ জানি না। আবার সব্জিকে আকর্ষণীয় করার জন্য পটল, মিষ্টি আলু, উচ্ছে ও অন্যান্য সব্জিতে রং মেশানো হয়।

বিশুদ্ধ সব্জি নিজের বাড়িতে অল্প হলেও চাষ করা উচিত। এই বার্তা সমাজের মানুষের কাছে পৌঁছে দিতেই আজ পেঁপে গাছ বিতরণ ও রোপণ করল ‘দেশের মাটি কল্যাণ মন্দির’। এদিন ৫০টি পেঁপে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয় ‘দেশের মাটি কল্যাণ মন্দির’-এর পক্ষ থেকে রাধানগর ও জয়পুর গ্রামে।

দেশের মাটির এই উদ্যোগ সম্পর্কে এই প্রতিষ্ঠানের সদস্য মিলন খামারিয়া বলেন, “প্রতিদিন আমরা সকাল বেলায় বাজারে গিয়ে ব্যাগ ভর্তি বিষে ভরা সব্জি কিনে আনছি। সেই সব্জি খেয়ে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। আমাদের প্রত্যেকের উচিত নিজের বাড়িতে সব্জি বাগান বা ছাদ বাগান করা। তাহলে অল্প হলেও আমরা বিশুদ্ধ সব্জি খেতে পারব। এই বার্তা সমাজের মানুষের কাছে পৌঁছে দিতেই আজ আমরা পেঁপের চারা বিতরণ করার উদ্যোগ নিয়েছি। নিজের বাড়িতে অল্প হলেও সব্জি চাষ করুন সবাই। চাষি ভাইদের বলুন, জৈব পদ্ধতিতে চাষ করার জন্য। বিশুদ্ধ খান, সুস্থ থাকুন।”

Related posts

Leave a Comment