সংবাদ কলকাতা: পৃথিবীর দিকে ধেয়ে আসছে আরও একটি গ্রহাণু। গতিবেগ প্রতি ঘণ্টায় ২১,২৭৬ কিলোমিটার। আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর পৃথিবী থেকে এই গ্রহাণুটিকে দেখা যাবে। মহাকাশ বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হচ্ছে ‘নিয়ার আর্থ অবজেক্ট’ (NEO)।
গ্রহাণুটি তীব্র গতিতে নীল গ্রহের পাশ দিয়ে বেরিয়ে যাবে। পৃথিবীকে অতিক্রম করার সময় তার দূরত্ব থাকবে ৬ লক্ষ ৮৬ হাজার কিলোমিটার। ফলে এই গ্রহাণুর জেরে পৃথিবীর কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, এই গ্রহাণুটি ‘স্ট্যাচু অফ লিবার্টি’র চেয়ে সামান্য ছোট। এটি ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর আবিষ্কার করা হয়েছিল।
ইউরোপীয় মহাকাশ সংস্থার ‘প্ল্যানেটারি ডিফেন্স’ বিভাগের প্রধান রিচার্ড মোইজল বলেন, ‘এই মাঝারি আকারের গ্রহাণুটির ব্যাস ৬০ থেকে ১৪০ মিটার।
জানা গিয়েছে, গ্রহাণুটিকে দেখতে ন্যূনতম ৩০ সেন্টিমিটারের টেলিস্কোপের প্রয়োজন পড়বে। এটি খালি চোখে দেখা যাবে না।
previous post
next post