নিজস্ব সংবাদদাতা, কাঁথি: রাজ্য সরকারের দুর্নীতির আঁচ কি এবার সমবায় নির্বাচনেও পড়ল? পূর্ব মেদিনীপুরে রামনগর ২ নম্বর ব্লকের সমবায় নির্বাচনের ফল কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। এখানে ঘোল দক্ষিণ শীতলা সমবায় সমিতির নির্বাচনে দেখা যাচ্ছে, ৯টি আসনের মধ্যে ৭টি তে বিজেপির কাছে হেরেছে তৃণমূল। ২টি আসন শাসকদলের দখলে রয়েছে। এই ফলাফলে উজ্জীবিত গেরুয়া শিবির। এই পরাজয়ের জন্য তৃণমূলের নেতা কর্মীদের একটি অংশ স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে দায়ী করেছেন। তবে তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি ও বিধায়ক তরুণ মাইতি এই পরাজয়কে রাজনৈতিকভাবে নিতে রাজি নন। তিনি বলেন, এটা সিম্বলের লড়াই নয়।