তমলুক: আবারও অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরে। এদিন পূর্ব মেদিনীপুর জেলাশাসকের অফিসে কর্মরত এক সিনিয়র ডব্লুবিসিএস অফিসারের মৃত্যুর ঘটনা ঘটে। সূত্রের খবর, মৃতের নাম বিমলকৃষ্ণ সাহা, বয়স ৫৩। সম্প্রতি তিনি জয়েন্ট সেক্রেটারি পদ মর্যাদার আধিকারিক ছিলেন। শুক্রবার রাতে তিনি আচমকাই অসুস্থ বোধ করেন। এরপর রাত ২টো নাগাদ তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্ত করে আজই পরিবারের হাতে তুলে দেওয়া হবে। খবর পেয়ে জেলাশাসক পূর্ণেন্দু মাজি এবং অতিরিক্ত জেলা শাসক অনির্বাণ কোলে-সহ প্রমুখরা হাসপাতালে যান।