পূর্ব বর্ধমান, ২৪ জুলাই: আজ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত হলো এক মহতী অনুষ্ঠান। উদ্দেশ্য সেভ ড্রাইভ সেভ লাইফ সকলে যাহাতে হেলমেট পড়ে ট্র্যাপিক রুল মেনে বাইক চালায় সেই বার্তা দিতেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন বলে জানালেন কাটোয়ার এসডিপিও কৌশিক বসাক। জেলা পুলিশ প্রশাসন এবং লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কাটোয়া লায়ন্স ক্লাবের তিনতলায় ।
কাটোয়া থানার পুলিশ অফিসার স্নেহাশীষ চৌধুরী বলেন যখন কোন বাইক অ্যাকসিডেন্ট হয় আমরা যখন ডেড বডি নিয়ে আসি তখন মানুষ হিসাবে আমাদেরও কষ্ট হয় রক্তাক্ত শরীর বয়ে নিয়ে যেতে। হেলমেট ব্যবহার করুন আপনার পরিবারের স্বার্থে আপনার নিজের স্বার্থে। প্রত্যেকদিনই সারা রাজ্যের কোথাও না কোথাও এক্সিডেন্ট হচ্ছে আমরা বারবার মানুষকে সচেতন করছি যাতে তারা হেলমেট ব্যবহার করেন। পুলিশ অফিসার রঞ্জিত মুখার্জি বলেন জনসাধারণকে সচেতন করা আমাদের দায়িত্ব আর এই দায়িত্ব আমরা পালন করে যাব। কাটোয়ার এসডিপিও কৌশিক বসাক বলেন পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে আপনারাও এগিয়ে আসুন। আপনারাও সাধারণ মানুষকে সচেতন করুন যাতে সকলে হেলমেট ব্যবহার করে। কেননা দুর্ঘটনা বলে কয়ে আসে না। এ ব্যাপারে আপনাদের সজাগ থাকতেই হবে। একই বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর অসীম রায় আজকের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। লায়ন্স ক্লাবের সভাপতি অরিন্দম মুখার্জি বলেন, ১৯১৭ সালে লায়ন্স ক্লাবের জন্ম হয়েছিল। আজ সারাদেশে ৪৪ হাজার লায়ন্স ক্লাব রয়েছে । কাটোয়া লায়ন্স ক্লাব বরাবরই সামাজিক কল্যাণে ব্রতী।
previous post