অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ
বৃষ্টির অভাবে শুষ্ক বাংলার প্রকৃতি,
কাশফুলে সমারোহ মাঠের আকৃতি,
আকাশে মেঘের খেলা পেঁজা তুলো মতি,
গরীবের কাজ নেই কিবা তাঁর গতি।
বাঙালির মনেপ্রাণে পূজা রন্ধ্রে রন্ধ্রে,
পথ দিয়ে মূর্তি যায় গরীবেরা বন্দে,
ফাটা ছেঁড়া পরিচ্ছদে বাচ্চা শিশু কান্দে,
ধনীর রান্না বান্নায় পেট ভরে গন্ধে।
আনন্দে উৎসবে নাচা গরীবের মানা,
মন্দিরে প্রতিমা ব’য়ে গরীবের আনা,
বলির পাঁঠার মাংস ধনীদের খানা,
বিসর্জনে সব শেষ রবে ধূলিকণা।
মায়ের কাছে সমান নেইকো ফারাক্,
উঁচু নীচু ভেদাভেদে দূর অস্ত পাক।