গতকাল, শনিবার ভোররাতে পুলিসকে না জানিয়ে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার নাড়ুয়াবিলায় অভিযানে যায় এনআইএ। যেটাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির তৈরি হয়। এজেন্সির বিরুদ্ধে অতিসক্রিয়তা, এমনকী মহিলা নির্যাতনের অভিযোগও ওঠে। সেই বিষয়কে সামনে রেখে এবার তৃণমূলের বুথ সভাপতি মনোব্রত জানার স্ত্রী মণি জানা এনআইএ-এর বিরুদ্ধে ভূপতিনগর থানায় এফআইআর দায়ের করলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ, জোর করে তারা বাড়িতে ঢুকে মারধর করেছে এমনকি বাড়ি ভাঙচুর করার অভিযোগও করেছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে ভূপতিনগর থানা এনআইএ-র বিরুদ্ধে মামলা জারি করেছে। গতকাল, শনিবার এনআইএ ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য যায়। নীচনাড়ুয়া এবং নাড়ুয়াবিলা গ্রাম থেকে ধরা হয় দু’জনকে। তাঁরা হলেন মনোব্রত জানা ও বলাইচরণ মাইতি। বলাইচরণ অর্জুননগরের অঞ্চল সভাপতি। আর মনোব্রত নাড়ুয়াবিলার তৃণমূলের বুথ সভাপতি। মনোব্রতর সঙ্গে তাঁর ছেলে মনোজিতকেও গাড়িতে তোলা হচ্ছিল বলে অভিযোগ। সে এবার নাড়ুয়াবিলা হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। অভিযোগ, স্বামী ও ছেলেকে ছাড়াতে গিয়ে তখনই আক্রান্ত হন মণি জানা। তারপর মনোজিতকে ছেড়ে তার বাবাকে তুলে নিয়ে চলে যায় এনআইএ। সেই সময়ই স্থানীয় মহিলারা এজেন্সির লোকজনকে ঘিরে ধরেন। বাহিনীর সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। এনআইএ’র গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয়। তাতে একটি গাড়ির কাঁচও ভাঙে। সেইসাথে দু’জন অফিসার আক্রান্ত হন।
previous post