সংকল্প দে, ১৪ অক্টোবর: পুলিশ সঠিক ভূমিকা পালন না করলে আগামী দিনে নন্দীগ্রামের মতো পরিস্থিতি হবে। খেজুরি থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ অফিসারকে এমনটাই হুশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খেজুরি থানায় ঢুকে থানায় রীতিমত পুলিশ কে ধমকের শুরে তিনি বললেন বাটুল দা আজকে যা করেছেন তার ফল আপনাদের ভুগতে হবে। পুলিশ সঠিক ভূমিকা পালন না করলে আগামী দিনে নন্দীগ্রামের মতো পরিস্থিতি সৃষ্টি হবে।
প্রসঙ্গত, খেজুরির বিজেপি কর্মীদের উপর পুলিশি অত্যাচার ও মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে শনিবার খেজুরি বিদ্যাপীঠ থেকে জনকা পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
