বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে বাধার মুখে রাজ্য পুলিসের এক আধিকারিকের উদ্দেশ্যে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠল। আজ বিজেপির প্রতিনিধি দলকে সন্দেশ খালি যাওয়ার পথে ধামাখালিতে ১৪৪ ধারার কারণ দেখিয়ে আটকানো হয়। সেই সময়ই এক শিখ ধর্মাবলম্বি আধিকারিককে বিজেপির প্রতিনিধি দলের মধ্যে থেকে কেউ খলিস্তানি বলেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়ে যায় তুমুল বাকবিতণ্ডা। যদিও পরে কলকাতা হাইকোর্ট বিজেপির দুই বিধায়ককে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিয়েছে বলে খবর। পাশাপাশি,হাইকোর্ট সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহান কেন এখনও অধরা, সেই নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।