24 C
Kolkata
April 17, 2025
রাজ্য

পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক তাপস রায়

সংবাদ কলকাতা, ১৮ সেপ্টেম্বর: একের পর এক বিস্ফোরক কথা বলে শাসক দল তৃণমূলের চিন্তা বাড়িয়ে দিচ্ছেন তাপস রায়। এবার রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে মুখ খুললেন বরানগরের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ‘পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে। সরকারি দলের বিধায়ক বলে আমার কথায় পুলিশ চলবে, এটা হতে পারে না। পুলিশ আইন মেনে কাজ করবে, না হলে নির্দিষ্ট জায়গায় বলা যেতে পারে। হয়তো ক্লোজ হবেন আপনারা, ট্রান্সফার হবেন আপনারা। তবু আইন অনুযায়ী চলুন, কারও কথায় চলবেন না’।
তাঁর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট তোলপাড় শুরু হয়েছে। ফের চর্চা শুরু হয়েছে তাপস রায়কে নিয়ে। সম্প্রতি বিজেপির নবান্ন অভিযানে পুলিসের উপর আক্রমণ প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশ অনেক সংযমতা দেখিয়েছে। পুলিশের জায়গায় আমি হলে কপালে আঙ্গুল ঠেকিয়ে গুলি করতাম।’ তাপস রায় নাম না করলেও তাঁর এই উক্তি পুলিশের ভূমিকা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ইঙ্গিত করছে। এমন ধারণা রাজনৈতিক মহলের।
উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানে পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিজেপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধাদানে ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা। কোথাও পুলিশ বিজেপির মিছিলে ইট ছোঁড়ার ছবি দেখা যায়। কোথাও ক্ষিপ্ত বিজেপি কর্মীরা পাল্টা ইট ছোঁড়ে। কোথাও পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশের লাঠির আঘাতে মাথা ফাটে বিজেপির কাউন্সিলর মিনাদেবী পুরোহিতের।
এদিকে বিজেপি কর্মীদের ধাক্কায় পুলিশের এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায়ের হাত ভেঙে যায়। তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। পরের দিন তাঁকে হাসপাতালে দেখতে যান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন অভিষেক। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র বিতর্ক। তাঁর এই মন্তব্যে পুলিশকে গুলিতে উৎসাহিত করার অভিযোগ তোলে বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলি।

Related posts

Leave a Comment