টিটাগড় থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পুলিশেরই প্রিজম ভ্যানের ধাক্কায় মৃত্যু হল সুজল হেলা নামে ১৭ বছর বয়সী এক যুবকের। সকাল ৯ টার সময় ভাইকে স্কুলে ছেড়ে ফেরার সময় ঘটনাটি ঘটে। যুবকটি স্কুটি করে যাওয়ার সময় প্রিজন ভ্যান তাঁকে ওভারটেক করতে গিয়ে চাপা দেয়। যুবকটি টিটাগড় পৌরসভার অন্তর্গত 23 নম্বর ওয়ার্ডের হেলা পাড়ার বাসিন্দা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীরা টিটাগড় থানার সামনে জমায়েত, পথ অবরোধ ও বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে এসে পৌঁছান টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ। এবং তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। দেহটি ময়না তদন্তের জন্য সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়।