May 11, 2025
Featured জেলা

পুলিশের তৎপরতায় বাড়ি থেকে পালিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেল পরিবার

খয়রাশোল: বুধবার রাত্রি ৯ টা নাগাদ বীরভূম জেলার খয়রাশোল থানার পাঁচড়া চৈতন্যপুর গীতাভবন এলাকায় ইভনিং ডিউটিরত সিভিক ভলান্টিয়াররা অজ্ঞাত পরিচয় ২৪ বছর বয়সী একটি ছেলেকে সাইকেল নিয়ে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ জাগে। যুবকটিকে জিজ্ঞাসা করতেই জানা যায় যে,তার বাড়ী মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানা এলাকার মুনসবপুর গ্রামে। সিভিক ভলান্টিয়াররা তৎক্ষণাৎ খয়রাশোল থানার ও সি তপাই বিশ্বাসকে বিষটি জানাতেই সাথে সাথে থানা থেকে পুলিশ এসে ছেলেটিকে উদ্ধার করে এবং পাঁচড়া বাসস্টপের পুলিশ পোষ্টে বসিয়ে রাখে। এরপর খাবার খাইয়ে তার পরিবারের কাছে খবর দেওয়া হয়।নিখোঁজ ছেলের সন্ধান পেতেই তড়িঘড়ি রাত্রের মধ্যেই ছেলেটির বাবা ঘটনাস্থলে পৌঁছে যান। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা নাগাদ সাইকেল নিয়ে বাড়ী থেকে বেরিয়ে পড়েছিল ছেলেটি, নাম রাহুল রাজবংশী।নিখোঁজ হওয়া ছেলেকে ফিরে পেয়ে বাবা স্বপন রাজবংশী বীরভূম জেলা পুলিশ সহ খয়রাশোল থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related posts

Leave a Comment