সিরসা: কুয়াশার কবলে পড়ে দুর্ঘটনার শিকার হলেন হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালা। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। সোমবার গভীর রাতে আগোড়ার কাছে ঝাঁনঝর গ্রামে পুলিশের একটি জীপকে ধাক্কা মারে তাঁর পাইলট কার। হিসার থেকে সিরসা যাওয়ার পথে তিনি এই দুর্ঘটনার সম্মুখীন হন। দুর্ঘটনায় একজন নিরাপত্তারক্ষীর হালকা আঘাত লেগেছে। তবে উপমুখ্যমন্ত্রীর কোনও আঘাত লাগেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অন্য দিকে একই দিনে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ কুয়াশার জেরে অন্য একটি দুর্ঘটনার কবলে পড়েন। জানা গিয়েছে, তিনি আম্বালা থেকে গুরুগ্রাম যাওয়া থেকে এই দুর্ঘটনাটি ঘটে। যদিও এক্ষেত্রে অনিল ভিজ কোনও আঘাত পাননি।
previous post