বীরভূম, ২৬ নভেম্বর: এ যেন দ্বিতীয় অনুব্রত। বীরভূমের সেই দাপুটে নেতা অনুব্রত পুলিশকে বোমা মারার নিদান দিয়েছিলেন। যদিও এখন শ্রীঘরে আছেন তিনি। এবার সেই একই বার্তা শোনা গেল কংগ্রেস নেত্রী সুব্রতা দত্তের মুখে।
উল্লেখ্য, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা উপলক্ষে বীরভূমের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এমনই মন্তব্য করেন। তিনি বলেন, কোথাও বিশৃঙ্খলা দেখলে পুলিশকে টেনে হিঁচড়ে নিয়ে আসুন। এবং রুট মার্চ করতে বলুন। কারণ, আমার আপনার টাকায় ওদের বেতন হয়। তাই আপনাদের কথা শুনতে ওরা বাধ্য। না শুনলে বোম মারুন।
অপরদিকে অভিষেক ব্যানার্জির বক্তব্য অনুযায়ী, কপালে গুলি করার নির্দেশ দিয়েছিলেন পুলিশকে। পালটা কংগ্রেস নেত্রী বলেন, পুলিশকে আপনারা ঝাঝরা করে দিন।
যদিও কংগ্রেস নেত্রীর এই বক্তব্যের দায় নেয়নি কংগ্রেস দল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, নেত্রীর বক্তব্যের দায় তার নিজের। কংগ্রেস তার বক্তব্যকে সমর্থন করে না। এদিকে তার বিরুদ্ধে FIR এর হুমকি দিয়েছেন ফিরহাদ হাকিম।
previous post
next post
