19 C
Kolkata
December 23, 2024
দেশ

পুরোহিত কল্যাণ সমিতির গণ উপনয়ন

ময়নাগুড়ি, ২০ মার্চ : ময়নাগুড়ি ব্লক পুরোহিত কল্যাণ সমিতির পরিচালনায় এবং ব্যবস্থাপনায় বুধবার গণ উপনয়ন কর্মসূচি করা হল। এদিন ময়নাগুড়ি ময়নামাতা কালি বাড়িতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। জানা গিয়েছে, এমন কিছু ব্রাহ্মণ যুবক রয়েছে যারা অর্থের অভাবে পৈতা নিতে পারেননি। তাদের কথা মাথায় রেখে বিনামূল্যে এই পৈতা নেওয়ার আয়োজন করেছেন পুরোহিত কল্যাণ সমিতি। এদিন ৫১ জন যুবককে পৈতা দেওয়া হয় বলে সংগঠন সূত্রে জানা যায়। এদিনের এই গণ উপনয়ন উপলক্ষ্যে জর্দা নদীর ঘাটে সমস্ত কাজ করে সকালে একটি শোভাযাত্রা করা হয়। যা গোটা ময়নাগুড়ি শহর পরিক্রমা করে এবং মন্দিরে এসে শেষ হয়। এরপর বিষ্ণু পূজা, মাতৃকা পূজা, দরিদ্র নারায়ণ ও ব্রাহ্মণ সেবা করানো হয়। অভিভাবক থেকে শুরু করে সকলের জনই প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও, এদিনের গণ উপনয়ন কর্মসূচিতে ক্ষৌরকারদের বিশেষ কাজ থাকে। ফলে পুরোহিত কল্যাণ সমিতির ডাকে ময়নাগুড়ির ক্ষৌরকার সমিতির সদস্যরা নিজদের দোকান বন্ধ রেখে এদিনের কর্মসূচিতে অংশ নেন। এদিন এই গন উপনয়ন অনুষ্ঠানকে ঘিরে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় সেই সঙ্গে ব্রাহ্মণদের ব্রত ভিক্ষা প্রদান করে পুণ্যার্থীরা।

Related posts

Leave a Comment